
শিল্প-সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়।অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে করোনাভাইরাস ঘিরে বিশ্বের বর্তমান পরিস্থিতির আলোকে লেখা কবিতা নিয়ে যুক্ত হয়েছেন বিশিষ্ট সনোলজিষ্ট ডা. মল্লিকা বিশ্বাস। যিনি চিকিৎসা পেশার অবসর সময়টি কাটান সৃজনশীল লেখালেখি আর মনোমুগ্ধকর রেসিপি নিয়ে।
‘করোনাকালের কবিতা’
।। ডাঃ মল্লিকা বিশ্বাস।।
আপাততঃ জানি মঙ্গল হয়
দীর্ঘায়িত হলে সঙ্গরোধ।
মানুষ বোঝেনা ভালো
এমনই সব কাজ করে
যেন তারা নির্বোধ।
ঘরে থাকো
হাত ধোও
মুখে মাস্ক পরো
রাখো শারীরিক
আর সামাজিক দূরত্ব।
করোনাকে ভয় পেলে
আমরা থাকবো সুস্থ।
স্বাস্থ্যকে দিতে হবে
সর্বাধিক গুরুত্ব,
এতেই নির্ভর করছে
মানব জাতির অস্তিত্ব।
Last Updated on July 21, 2020 3:01 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...