বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য সাজ্জাদ হোসেন চিশতীর একমাত্র পুত্র সন্তান শাফি হোসেন চিশতী ইউশার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী শুক্রবার (৮ সেপ্টেম্বর) পারিবারিকভাবে পালন করা হয়েছে।
ইউশার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ী কুমিল্লায় ও ঢাকার রামপুরায় দোয়া, মিলাদ মাহফিল, কোরআন খতম এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
হাসিখুশিতে মাতিয়ে রাখা ছোট্ট ইউশা গোটা পরিবারকে কাঁদিয়ে, মায়ার বাঁধন ছিড়ে ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর পরপারে চলে যায়।
ডেঙ্গু জ্বরে (ডেঙ্গু শর্ক সিমড্রোম) আক্রান্ত হয়ে ইউশা ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। আদরের একমাত্র পুত্র ইউশার সুস্থতার জন্য তার বাবা সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী চেষ্টার কমতি করেননি। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করে শাফি হোসেন চিশতী ইউশা।
তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী।
Last Updated on September 9, 2023 10:40 pm by প্রতি সময়