সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল

বিশ্বকবির ৭৯তম প্রয়াণদিবস আজ : করোনায় সাড়াশব্দ নেই কুমিল্লার সাংস্কৃতিক সংগঠনগুলোর

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩৬৪ দেখা হয়েছে

ছবি:জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কবিগুরুর ভাস্কর্য ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ যেখানে আজ ফুলেল শ্রদ্ধা চোখে পড়েনি।।

আজ বৃহস্পতিবার ২২শে শ্রাবণ (৬ আগষ্ট)।  বাংলা সাহিত্য ও কাব্যগীতির প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণদিবস। প্রতিবছর দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হলেও কুমিল্লায় এবারের দৃশ্যপট ভিন্ন। করোনার কারণে জেলা শিল্পকলা একাডেমিসহ,রবীন্দ্র সম্মিলন পরিষদ ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো কোনধরণের কর্মসূচি হাতে নেয়নি।  এমনকি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কবিগুরুর ভাস্কর্য ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ এ আজ ফুলেল শ্রদ্ধার কিছুই পড়েনি। তবে কুমিল্লা ২৪ টিভি নামে একটি অনলাইন টেলিভিশন কবিগুরুর প্রয়াণদিবসে সংগীতানুষ্ঠান ‘স্মরণে রবীন্দ্রনাথ’ প্রচার করেছে।

তবে জানা গেছে, কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আগামীকাল শুক্রবার (৭ আগষ্ট) সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ স্মরণে ভার্চুয়াল সাংস্কৃতিক প্রোগাম করা হবে।  আজ বৃহস্পতিবার বিকাল পৌনে চারটায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ।

অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’কে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এবারে আনুষ্ঠানিকভাবে কিছু করা সম্ভব হয়ে উঠছেনা।  আজকে (বহস্পতিবার) অফিসিয়াল কাজের ব্যস্ততার কারণে কোনকিছুই করা হয়নি।  আমি আজ চাঁদপুরে অবস্থান করছি।  তাই শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে প্রোগ্রাম করবো।  কুমিল্লা ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ প্রোগ্রামের ভার্চুয়াল প্লাটফর্মে যোগ দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের ওপর আলোচনায় অংশ নেবেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ মাহমুদ জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. প্রকাশ দাস গুপ্ত।  এছাড়াও কুমিল্লা ও চাঁদপুরের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন’।

যে সঙ্গীত বেঁজে উঠলে বাঙ্গালী জাতি সম্মান প্রদর্শন করে সেই সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’….এর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণদিবসের আজকের (২২শে শ্রাবণ, বৃহস্পতিবার) দিনে কুমিল্লায় কোন সাড়াশব্দ নেই সাংস্কৃতিক সংগঠনগুলোর। কুমিল্লা শহরে রবি ঠাকুর দু’বার এসে প্রায় ৫দিন অবস্থান করেছিলেন। কবিগুরুর প্রয়াণদিবস ঘিরে সাংগঠনিক পর্যায়ে কুমিল্লার কোথাও কবির স্মরণে কোন কর্মসূচি পালনের খবর জানা যায়নি।  কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গণের প্রবীণরা বলছেন, আজকের দিনটিতে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে কবিগুরুকে স্মরণ করার মতো কিছু একটা করা যেতো পারতো। কিন্তু না হওয়ায় কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গণের আমরা প্রবীণদের খারাপ লাগছে।

সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ‘সংলাপ’ সভাপতি শাহজাহান চৌধুরী আজ (বৃহস্পতিবার) দুপুর তিনটায় মুঠোফোনে বলেন, ‘আমি আজ কক্সবাজার অবস্থান করছি। এবার হৃদয়ে রবীন্দ্রনাথ ভাস্কর্যে সংলাপ থেকে শ্রদ্ধা জানাতে না পারায় কষ্ট হচ্ছে।  গতবছরসহ অন্যান্য বছর সংলাপ, প্রতিবিম্ব থিয়টার কবিগুরুকে স্মরণ করে কর্মসূচি পালন করে থাকে। কুমিল্লায় সংলাপ-ই প্রথম রবীন্দ্রনাথের স্মৃতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে’।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানসী সাধু কুমিল্লার সঙ্গীতাঙ্গণের পরিচিত মুখ। বর্তমানে ঢাকায় থাকেন। কুমিল্লায় রবীন্দ্রনাথের প্রয়ান দিবসে সাংস্কৃতিক সংগঠনগুলোর কোন প্রোগাম হচ্ছেনা শুনে বলেন,‘কবিগুরুতো বাংলা সাহিত্য, সঙ্গীত, নাটকের বর্ণিল অধ্যায় জুড়ে রয়েছেন। কুমিল্লা শহরে তিনি এসেছেন, থেকেছেন। অথচ আমরা কবিগুরুকে তার প্রয়াণদিবসে আমাদের প্রাণের সবটুকু দিয়ে স্মরণ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা নাকি হীনমন্যতা তা আমার জানা নেই।’

উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুমিল্লায় দু’বার এসেছিলেন। তবে সাতবার কুমিল্লা হয়ে আগরতলা গিয়েছেন। এরমধ্যে ১৯০৫ সালের ১৬ জুলাই তরুণ বয়সে আগরতলা থেকে কোলকাতা যাবার পথে কবি প্রথম কুমিল্লায় পা ফেলেন। ওইদিন কবি কুমিল্লা টাউনহলে অভ্যর্থনা সভায় ভাষন দেন। দ্বিতীয়বার কবি কুমিল্লায় আসেন ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি। কুমিল্লায় এটা ছিল কবির শেষ সফর। কবির সঙ্গে তার পরিবারের অনেকেই সফর সঙ্গি ছিলেন। ঢুলিপাড়ার অভয় আশ্রম ভবনে কবি স্বপরিবারে অবস্থান করেছিলেন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

কুমিল্লায় চারদিনের এ সফরে কবি গুরুকে কুমিল্লা মহিলা সমিতি, রামমালা ছাত্রাবাস ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। কুমিল্লায় তিনদিন অবস্থানকালে কবি শহরের চর্থায় নবাব হোচ্ছাম হায়দারের বাড়িতে মধ্যান্থভোজ, কুমিল্লা শিক্ষাবোর্ড এলাকায় অ্যাডভোকেট অখিল চন্দ্রের বাড়িতে প্রাত:রাশ এবং মনোহরপুরে কৈলাশ ভবনে বিশিষ্ট ব্যাংকার ইন্দ্রভূষণ দত্তের বাড়িতে বৈকালিন চা পানে আপ্যায়িত হন এবং মহেশাঙ্গণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যও রাখেন। কুমিল্লায় অবস্থানকালে আরও কয়েকটি স্থানেও কবি গুরুর পা পড়েছে।

Last Updated on August 6, 2020 10:46 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102