রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রথম আলো বন্ধুসভার ব্যবস্থাপনায় কুমিল্লা অফিসে এম সাদেক স্মৃতি পাঠাগার উদ্বোধন ইসরায়েলি হামলার প্রতিবাদে মুরাদনগরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ ভিড় বেড়েছে কুমিল্লার ঈদবাজারে, বেচাকেনা চাঙা গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ # ইসরায়েলি ও ভারতীয় পণ্য বর্জনের ডাক গভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রনে দুর্ভোগ চরমে ঠিকাদার সাইফুলের ফাইল তলব করেছে দুদক কমডেকায় অংশগ্রহনকারী কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের মাঝে সনদ প্রদান মানুষের কল্যাণে রাজনীতিই আমাদের অন্যতম লক্ষ্য : আবদুল্লাহ মো. তাহের গবেষণা কর্মকর্তা পদে একই কার্যালয়ে ১০ বছর বহাল তবিয়তে চান্দিনায় দুই এনজিও কর্মীকে নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায় আদালতে হাজিরা দিতে এসে ক্ষুব্ধ আইনজীবীদের কিল ঘুষির শিকার কুমিল্লা বারের সাবেক সেক্রেটারি  ঈমান ও আক্বিদা পরিশুদ্ধ না হলে কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না : রাজাপুরা পীর ছাহেব ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে কুমিল্লা ট্রমা হাসপাতাল ভাংচুর কুমিল্লায় গণঅধিকার পরিষদের ইফতার ও আলোচনা সভা মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয় : আজকের জীবন সম্পাদক  কমডেকায় অংশগ্রহণকারী কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের মাঝে সনদ বিতরণ প্রশাসনের নজরদারিতেও কুমিল্লায় দৌরাত্ম্য থামছে না ফসলি জমির মাটি খেকোদের  ইনশাআল্লাহ মুরাদনগর থেকে আবারো এমপি হবেন কায়কোবাদ : ইফতার মাহফিলে বক্তারা  মুরাদনগরে কৃষকের মুখে সূর্যমুখীর হাসি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল

বিশ্বে বাংলাদেশের পরিচিতি বাড়াতে খেলাধূলার বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১২১ দেখা হয়েছে

বিশ্বে বাংলাদেশের পরিচিতি বাড়াতে খেলাধূলার বিকল্প নেই উল্লেখ করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি পরিপূর্ণ জাতি গঠনে শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্যে জ্ঞানর্জন করতে হবে। তবে আমরা জাতি হিসেবে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবো। আজকে ক্রিকেটে বাংলাদেশের পরিচিতি অসাধারণ। একজন সাকিব আল হাসান খেলার মাধ্যমে যেভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছেন এটা অন্য কোন মাধ্যমে সম্ভব নয়। আজকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনের স্কুল কলেজে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আবার শিক্ষাবোর্ডও অনেক খেলার আয়োজন করে থাকে। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে আমার হাত ধরে দুটি খেলার শুভ সূচনা হয়েছিল। এর একটি কাবাডি আরেকটি হ্যান্ডবল।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষাবোর্ড চেয়ারম্যান আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ। একটি জাতির ভাষার জন্য, স্বাধীনতার জন্য এতো এতো তাজা প্রাণ, তাজা রক্ত, মা-বোনের সম্ভ্রম পৃথিবীর কোন দেশ দেয়নি। তাই আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতাকে আমাদের ইতিহাসের পরস্পরার আলোকে দেখতে হবে। তা হলেই আমরা এক উন্নত বাংলাদেশের পথে অগ্রসর হতে পারবো।

 

বুধবার (২১জুন) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ মাঠে এই আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল ফারজানা বাসার লিজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ মোঃ ছুফি উল্লাহ।

 

 

আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতায় ৬টি কলেজ অংশগ্রহণ করে। কলেজগুলো হলো-ফিরোজ মিয়া সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ,শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। খেলায় শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ।

Last Updated on June 21, 2023 9:22 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102