বাংলাদেশ সুপ্রিম পার্টি’র (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, মহান আল্লাহ্ এবং প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম জাতিকে একতাবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন। কিন্তু আজ মতাদর্শগত দ্বন্দ্ব এবং নানা পার্থিব লোভ-লালসার কারণে মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ছে। ফলে মুসলিম জাতি আজ অন্যদের হাতের পুতুলে পরিণত হয়েছে। বিশ্বে মুসলিম জাতি আজ নিপীড়িত, শোষিত। এ দায় আমাদের সকল মুসলিমকেই নিতে হবে।
বৃহস্পতিবার মাইজভাণ্ডার শরীফের শাহী ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আরো বলেন, ঈদের আগমন হয় মুসলিম উম্মাহর একতার দাবি নিয়ে। ইসলামের বিভিন্ন ইবাদাতে আমরা একতার আহবান অনুধাবন করতে পারি। ইসলাম সাম্যের কথা বলে, মানবতার কথা বলে। নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে, আল্লাহ্ ও রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষে মানুষে সামাজিক, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে ভাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হতে হবে। পবিত্র ঈদ-উল-আযহা বাংলাদেশসহ সারা বিশ্বে শান্তি বয়ে নিয়ে আসুক। যুদ্ধ-হানাহানি-সহিংসতা বন্ধ হোক।
ঈদুল আযহার নামাজের জামাতে শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী, দরবার শরীফের আওলাদ-এ-পাক এবং ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
Last Updated on June 29, 2023 9:23 pm by প্রতি সময়