বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চার সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করেছে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদ।
বুধবার (৩ মে) বিকেলে কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় স্থানীয় একটি দৈনিক পত্রিকা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক আমাদের কুমিল্লার নির্বাহী সম্পাদক শাহজাদা এমরান ও নিউজ ২৪ টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন।
অনুষ্ঠানে ‘ডিজিটাল অবরোধে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয়ের ওপর আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রিমা, পাঠাগার আন্দোলনের সমন্বয়ক ইমাম হোসেন প্রমুখ। এছাড়াও সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, কালের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান, সাংবাদিক জামাল উদ্দিন দামাল, কলামিস্ট আব্দুল আউয়াল, সংগঠক আজাদ সরকার লিটন প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।আইনটির প্রয়োগই অপপ্রয়োগের জায়গায় চলে গেছে বলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে। আইনটি বাতিল না করলেও আইনটির এমন সংশোধন প্রয়োজন, যাতে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশ বাধাগ্রস্ত না হয়।
Last Updated on May 3, 2023 7:47 pm by প্রতি সময়