শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইনশাআল্লাহ মুরাদনগর থেকে আবারো এমপি হবেন কায়কোবাদ : ইফতার মাহফিলে বক্তারা  মুরাদনগরে কৃষকের মুখে সূর্যমুখীর হাসি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

বিশ্ব মুস‌লিম‌দের ঐক‌্যবদ্ধ করতে আলা হজরতের আদর্শের বিকল্প নেই : শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৩ দেখা হয়েছে

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ.) হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী বলেছেন, ‘আজকে বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে অনৈক্য হানাহা‌নি। ইসলামকে যে যেভাবে ইচ্ছ‌া অপব‌্যাখ‌্যা করে মুস‌লিম জা‌তিকে বিভক্ত করছে। এই বিভ‌ক্তি, অপব‌্যাখ‌্যা‌রোধ করে আহলে সুন্নত ওয়াল জামাআত তথা সহীহ আক্বিদার জাগরণ ঘটাতে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন ভেরেলী (রহঃ) এর অবদান অনস্বীকার্য। তাই বিশ্ব মুস‌লিম‌দের ঐক‌্যবদ্ধ করতে আলা হজরতের আদর্শের বিকল্প নেই।

 

 

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের উদ্যোগে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন ভেরেলী (রহ.) এর ১০৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলা হযরত কনফারেন্সের উদ্বোধকের বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

 

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী
আরো বলেন, ‘অনেক বর্ণচোরা মাইজভাণ্ডার শরীফের সাথে আলা হযরত (রহঃ) এর দূরত্ব সৃষ্টি করতে চায়। কিন্তু মাইজভাণ্ডার শরীফের সাথে আলা হযরত (রঃ) এর নিবিড় সম্পর্ক রয়েছে। আমি মরক্কোতে আন্তর্জাতিক সম্মেলনেও তার রচিত নাতে রাসুল (দ) পাঠ করেছি। সুন্নীদের মাঝে একত্রতার অভাবের কারণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তার জন্য বাতিল আক্বিদার বিস্তার ঘটছে।

 

তিনি বলেন, প্রিয় নবিজী (সা.) এর মহান শান-মান ও মর্যাদা রক্ষায় আমাদের পূর্বপুরুষরা রক্ত ঝড়িয়েছেন, অসংখ্য আত্মত্যাগ করেছেন। তাই আমাদের উচিত তাদের সে আদর্শকে অনুসরণ করা৷ মতপার্থক্য থাকলেও আহলে সুন্নত ওয়াল জামাআতের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।

 

পীরে তরিকত শেখ সৈয়্যদ মুসলিম উদ্দীন আহমদ নূরী আল কাদেরীর সভাপতিত্বে এবং নির্বাহী মহাসচিব আল্লামা আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী ও সাংগঠনিক সচিব আব্দুল মতিনের সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাটনা বিহার ভারতের মুনায়েম পাক বাজ দরবার শরীফের সাজ্জাদানশীন ও পাটনা বিহার ওরিয়েন্টাল কলেজ আরবি বিভাগের হযরত শাহসূফী প্রফেসর ড. সৈয়দ শামিম উদ্দিন আহমদ মুনায়েমী (মা.জি.আ)।

 

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী।
স্বাগত বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা গোলাম মহিউদ্দিন লতীফি আল কাদেরী।

 

 

কনফারেন্সে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মতিন, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা মুফতি মুহাম্মদ সাকিউল কাউসার, মুফতি গোলাম মোস্তফা জামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন আল্ ক্বাদেরী, মুফতি অধ্যক্ষ মুহাম্মদ মনির হোসেন, শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, মাওলানা মাসুমুর রশিদ কাদেরী, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা নাজিমুদ্দিন নূরীসহ আরো অনেকে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, আহলে সুন্নাত যুব পরিষদের সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ সাদেকুর রহমান, মাওলানা মিনহাজ সিদ্দিকী, এস এম শুক্কুর সুমন, আয়ুব তাহেরী প্রমুখ।

Last Updated on September 3, 2023 10:32 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102