সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাজী ইয়াছিন অনুসারিদের নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সংবাদ সম্মেলন মোনাফেকি করা ঠিক নয় : জামায়াতের উদ্দেশ্যে কায়কোবাদ সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী

বিশ্ব মুস‌লিম‌দের ঐক‌্যবদ্ধ করতে আলা হজরতের আদর্শের বিকল্প নেই : শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২১ দেখা হয়েছে

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ.) হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী বলেছেন, ‘আজকে বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে অনৈক্য হানাহা‌নি। ইসলামকে যে যেভাবে ইচ্ছ‌া অপব‌্যাখ‌্যা করে মুস‌লিম জা‌তিকে বিভক্ত করছে। এই বিভ‌ক্তি, অপব‌্যাখ‌্যা‌রোধ করে আহলে সুন্নত ওয়াল জামাআত তথা সহীহ আক্বিদার জাগরণ ঘটাতে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন ভেরেলী (রহঃ) এর অবদান অনস্বীকার্য। তাই বিশ্ব মুস‌লিম‌দের ঐক‌্যবদ্ধ করতে আলা হজরতের আদর্শের বিকল্প নেই।

 

 

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের উদ্যোগে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন ভেরেলী (রহ.) এর ১০৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলা হযরত কনফারেন্সের উদ্বোধকের বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

 

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী
আরো বলেন, ‘অনেক বর্ণচোরা মাইজভাণ্ডার শরীফের সাথে আলা হযরত (রহঃ) এর দূরত্ব সৃষ্টি করতে চায়। কিন্তু মাইজভাণ্ডার শরীফের সাথে আলা হযরত (রঃ) এর নিবিড় সম্পর্ক রয়েছে। আমি মরক্কোতে আন্তর্জাতিক সম্মেলনেও তার রচিত নাতে রাসুল (দ) পাঠ করেছি। সুন্নীদের মাঝে একত্রতার অভাবের কারণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তার জন্য বাতিল আক্বিদার বিস্তার ঘটছে।

 

তিনি বলেন, প্রিয় নবিজী (সা.) এর মহান শান-মান ও মর্যাদা রক্ষায় আমাদের পূর্বপুরুষরা রক্ত ঝড়িয়েছেন, অসংখ্য আত্মত্যাগ করেছেন। তাই আমাদের উচিত তাদের সে আদর্শকে অনুসরণ করা৷ মতপার্থক্য থাকলেও আহলে সুন্নত ওয়াল জামাআতের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।

 

পীরে তরিকত শেখ সৈয়্যদ মুসলিম উদ্দীন আহমদ নূরী আল কাদেরীর সভাপতিত্বে এবং নির্বাহী মহাসচিব আল্লামা আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী ও সাংগঠনিক সচিব আব্দুল মতিনের সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাটনা বিহার ভারতের মুনায়েম পাক বাজ দরবার শরীফের সাজ্জাদানশীন ও পাটনা বিহার ওরিয়েন্টাল কলেজ আরবি বিভাগের হযরত শাহসূফী প্রফেসর ড. সৈয়দ শামিম উদ্দিন আহমদ মুনায়েমী (মা.জি.আ)।

 

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী।
স্বাগত বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা গোলাম মহিউদ্দিন লতীফি আল কাদেরী।

 

 

কনফারেন্সে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মতিন, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা মুফতি মুহাম্মদ সাকিউল কাউসার, মুফতি গোলাম মোস্তফা জামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন আল্ ক্বাদেরী, মুফতি অধ্যক্ষ মুহাম্মদ মনির হোসেন, শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, মাওলানা মাসুমুর রশিদ কাদেরী, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা নাজিমুদ্দিন নূরীসহ আরো অনেকে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, আহলে সুন্নাত যুব পরিষদের সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ সাদেকুর রহমান, মাওলানা মিনহাজ সিদ্দিকী, এস এম শুক্কুর সুমন, আয়ুব তাহেরী প্রমুখ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!