রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

বিশ্ব রক্তদাতা দিবস : কুমিল্লা জেলায় প্রথম প্লাজমা ডোনার অ্যাডভোকেট টুটুলকে সম্মাননা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৮৪ দেখা হয়েছে

কুমিল্লায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে জেলার প্রথম প্লাজমা ডোনার আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুলকে সম্মাননা প্রদান করা হয়েছে।পাশাপাশি কুমিল্লায় বিনামূল্যে রক্তদানের খ্যাতনামা স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা এবং হিউম্যান ব্লাড ডোনেশন ক্লাবকেও রক্ত দাতা সম্মাননা-২০২১ প্রদান করা হয়।

সোমবার (১৪ জুন) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ দিবসটি উপলক্ষে এ সম্মাননা প্রদান করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো.মহিউদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.আবুল কালাম আজাদ, মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা.সাজেদা খাতুন, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগীয় প্রধান ডা. অধ্যাপক তারেক আহমেদ, মেডিসিন বিভাগীয় প্রধান ডা.এম রেজাউল করিম, সার্জারী বিভাগীয় প্রধান ডা. এম এম ইয়াহিয়া, অর্থোপেডিক সার্জারী বিভাগীয় প্রধান ডা.খালেদ মাহমুদ,এ্যানেসথেসিয়া বিভাগীয় প্রধান ডা.মো.আতোয়ার রহমান,গাইনী এন্ড অবস বিভাগীয় প্রধান ডা.সায়লা নাজনীন, আবাসিক চিকিৎসক ডা.আবদুল আউয়াল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চিকিৎসক ডা.নাজমা মজুমদার লিরা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় বিনামূল্যে সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই বিশ্ব রক্তদাতা দিবসের উদ্দেশ্য। দেশে বর্তমানে দুই তৃতীয়াংশ তরুণ, এখনি সময় আমাদের সামাজিক ভাবে স্বেচ্ছায় রক্তদানকর্মসূচী আন্দোলনেকে বৃহৎ পরিসরে পরিচালনার করা। প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত একজন মানষের জীবন-মরণের বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। তাই নিজে রক্ত দিন, অন্যকেও রক্তদানে উৎসাহিত করুন।
এদিকে দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতা’ নগরীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর আয়োজন করে ও ‘দৃষ্টান্ত ফাউন্ডেশন’ দেবিদ্বারে র‌্যালি বের করে।

জাগ্রত মানবিকতার রক্তের গ্রুপ নির্নয় :
‘স্বেচ্ছা রক্তদান, বাঁচুক সবার প্রান’ এই শ্লোগানে বিশ্ব রক্তদাতা দিবস- ২০২১ উপলক্ষে কুমিল্লায় সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার আয়োজনে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি গ্রহণ করা হয়। সোমবার (১৪ জুন) বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবারে সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনার সার্বিক তত্ত্বাবধানে নিবাসীদের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সাইফ উদ্দিন রনী, জাগ্রত মানবিকতার যুগ্ম-সাধারন সম্পাদক কাউসার জামান কায়েস, কো-অডিনেটর মাসুদ রানা, বাপ্পী রাজ, মিশার, অনিক দত্ত, জাহিদুল ইসলাম বাবু, রবিন আহসান, শাকিল আহমেদ, রাশেদ, তোফায়েল, সাকিবসহ আরো অনেকে। অনুষ্ঠানে শিশু পরিবারের ৮৫ জন নিবাসীর রক্তের গ্রæপ নির্নয় করা হয়।
দেবীদ্বারে দৃষ্টান্ত ফাউন্ডেশনের র‌্যালি:
রক্ত দিন, জীবন বাচাঁন এই শ্লোগানে বিশ্ব রক্তদাতা দিবস- ২০২১ উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে সাধারন জনগনকে রক্তদানে উৎসাহিত করার লক্ষে দৃষ্টান্ত ফাউন্ডেশনের আয়োজনে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ জুন) সকালে দেবীদ্বার মসজিদ মার্কেট থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেটে এসে শেষ হয়।

দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান ভ‚ইয়া, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি হিরন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, ডাঃ শাহিন আলম সরকার, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, মোঃ নেছার উদ্দিন, মোঃ আনোয়ার হোসাইন, মেহেদী হাসান রিয়াদ, মোঃ বিল্লাল হোসেন, ব্লাড ফর দেবীদ্বারের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সজিব, ছাত্রবন্ধু রক্তদানের প্রতিষ্ঠাতা পারভেজ সরকারসহ আরো অনেকে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on June 14, 2021 8:35 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102