
প্রতি বছর ২৯ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব হার্ট দিবস। যা কার্ডিওভাসকুলার রোগ (সিভিডি) সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং হৃদযন্ত্রের সুস্থতা প্রচারে একটি বৈশ্বিক উদ্যোগ। আগামীকাল সোমবার, ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। এবছর দিবসটির থিম হলো DON’T MISS A BEAT “হৃদস্পন্দন থামলে থেমে যাবে জীবন-হারাতে দেবেন না একটিও স্পন্দন”
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এসব আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা ও বিনামূল্যে চিকিৎসা।
দিবসটি উপলক্ষে কুমিল্লায় হৃদরোগ প্রতিরোধ, চিকিৎসা, পুনর্বাসন ও গবেষণা নিয়ে কাজ করা বেসরকারি পর্যায়ের সংগঠন ‘হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ’ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সংগঠনটির উদ্যোগে আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুমিল্লা ক্লাব অঙ্গনে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, বিশেষ অতিথি থাকবেন জেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী।
হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বেসরকারি পর্যায়ে কুমিল্লার এই আয়োজনে সকল পর্যায়ের নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
অধ্যাপক ডা. তৃপ্তীশ জানান, হৃদরোগ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে জনসাধারণকে সম্পৃক্ত করার জন্য প্রতিবছর বিশ্ব হার্ট দিবসে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ এ ধরনের আয়োজন করে আসছে। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বছরজুড়ে থাকে হার্ট ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও পরামর্শ। এ ধরনের কর্মসূচি জনস্বাস্থ্য এবং সামগ্রিক স্বাস্থ্য সচেতনতার উপর ইতিবাচক প্রভাব ফেলে।