সাদ্দাম হোসেন। সংগৃহিত ছবি #
কুমিল্লার গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে চট্রগ্রামে কর্মস্থলে ফেরার পথে ফেনির ফতেপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাস উল্টে দূর্ঘটনায় প্রাণ হারায় সাদ্দাম হোসেন (২৮)। রবিবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আর এই মৃত্যু তালিকায় ছিল কুমিল্লার সাদ্দামের নাম।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের তাজুল ইসলামের পুত্র সাদ্দাম সংসারের বড় সন্তান। উপার্জনক্ষম বড় সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আর অকালে তার মর্মান্তিক মৃত্যুতে কৃষ্ণপুর গ্রামে বইছে শোকের মাতম। গত ১৪ আগস্ট সাদ্দাম বিয়ে করেন। পরিবারের স্বপ্ন ছিল বড় সন্তান সাদ্দাদকে ঘিরে। একটি দুর্ঘটনা সেই স্বপ্ন গুড়িয়ে দিয়েছে। একটি দুর্ঘটনা ভেঙ্গে চুরমার করে দিয়েছে সাদ্দামের পরিবারের স্বপ্ন।
নিহত সাদ্দামের পরিবার সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন চট্রগ্রাম প্রগতি ইন্ড্রাস্ট্রিতে চাকুরী করতো। সে বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিল। শনিবার দিবাগত শেষ রাতে নূরজাহান হোটেলের সামনে থেকে সে চট্রগ্রামগামী নাইট কোচে উঠে। ভোর বেলায় লে ক্রসিংয়ের দুর্ঘটনার খবর পায় সাদ্দামের পরিবার। সাদ্দাম অত্যন্ত মিশুক প্রকৃতির ছিল। তিন ভাই এক বোনের মধ্যে সাদ্দাম সবার বড়। টানাপোড়নে চলা সংসারে সে অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করে অনার্স মাস্টার্স শেষ করে চট্রগ্রামে প্রগতিতে চাকুরী নেয়। বাবা তাজুল ইসলাম সোয়াগাজীতে একটি ফিলিং স্টেশনে চাকুরী করেন।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 11, 2020 6:48 pm by প্রতি সময়