কুমিল্লার সীমান্তবর্তী উপজেলাগুলোর মধ্যে ভারত থেকে মাদকদ্রব্যের মধ্যে বিশেষ করে গাঁজা আনার ক্ষেত্রে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সীমান্ত অন্যতম। এ দুটি উপজেলার অনেকেই গাঁজা পাচার ও ব্যবসায় জড়িত। প্রায় প্রতিদিনই বুড়িচং ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকার গাঁজা পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হচ্ছে। ভারত থেকে কুমিল্লার সীমান্ত পথে আসা গাঁজা মূলত পাচার হয়ে থাকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, সিলেট সহ অন্যান্য জেলায়।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে সীমান্ত পথে ভারত থেকে আনা গাঁজা পাচারের প্রস্তুতিকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের আভিযানিক টিম ৬০ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতার আনোয়ার কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আনোয়ার সীমান্তবর্তী বুড়িচং এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ছাড়াও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করত।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওর গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Last Updated on September 3, 2023 7:32 pm by প্রতি সময়