কুমিল্লার বুড়িচংয়ের নারায়ণগসার গ্রামের স্কুল ছাত্র রমান আলী হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত। রবিবার (১৩ আগষ্ট) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কুমিল্লার নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ীর মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ আজহারুল ইসলাম রিপন এবং কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণগসার গাজী বাড়ীর মৃত সৈয়দ আব্বাসের ছেলে আইয়ুব আলী। রায় ঘোষণার সময় আসামী রিপন অনুপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জাকির হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালের ১ জুলাই বুড়িচংয়ের নারায়ণগসার গ্রামের আট বছর বয়সী স্কুল ছাত্র রমজান আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কুমিল্লা সেনানিবাস এলাকার পারহাইজে ফেলে রাখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এঘটনায় নিহত রমজানের পিতা হাবিল মিয়া মামলা করেন। রায়ে মামলার চার আসামীর মধ্যে দুইজনকে খালাস ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আইয়ুব আলী ও খালাসপ্রাপ্ত দুই আসামী রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামী আজহারুল ইসলাম রিপন পলাতক রয়েছে।
Last Updated on August 13, 2023 8:47 pm by প্রতি সময়