কুমিল্লার বুড়িচংয়ে সনজিত চন্দ্র দেবনাথ নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মোঃ নুর ইসলাম, দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মোঃ মিজান, মুরাদনগর উপজেলার বড়কুইয়া গ্রামের শিপন মিয়া, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পনশাহী গ্রামের মোঃ মিজানুর রহমান ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মোঃ মোখলেছ।
সোমবার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ এর অধিনায়ক স্কোয়াড্রন লীডার একেএম মনিরুল আলম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে ২৯ সেপ্টেম্বর লাশটি উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ।
নিহত সনজিত চন্দ্র দেবনাথ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের মৃত অধর দেবনাথের ছেলে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় সনজিত চন্দ্র দেবনাথ।
শুক্রবার দুপুরে স্থানীয়রা রামপুর পোস্ট অফিস এলাকায় ইদ্রিস মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রুহুল আমিন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় নিহত সনজিতের ছেলে অর্পণ দেবনাথ অজ্ঞতাদের আসামী করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Last Updated on October 2, 2023 9:43 pm by প্রতি সময়