কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বারাইর গ্রামে অবৈধভাবে নেওয়া গ্যাসের এক হাজার ফুট পাইপ লাইন অকেজো এবং ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিন জনকে অর্থদণ্ড করা হয়।
তারা হলেন- বারাইর গ্রামের সুলতান আহমদের স্ত্রী নিলুফা আক্তার, একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. সেলিম ও একই গ্রামের আলী আশ্রাফের ছেলে আবুল কাসেম।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মে. ছামিউল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় বাখরাবাদ গ্যাসের উপ-পরিচালক আব্দুর রউফ চৌধুরী, বিভিন্ন বিভাগের ডিজিএম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Last Updated on September 21, 2023 12:00 am by প্রতি সময়