কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মিরপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারী ঘটনার বর্ণনা দিয়ে সোমবার (৭ আগস্ট) বুড়িচং থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে ওই নারীর মেডিকেল রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
থানায় দায়ের করা অভিযোগে ওই নারী উল্লেখ করেন, তার স্বামী বিদেশে থাকার কারনে মিরপুর গ্রামের রুক মিয়ার ছেলে সোহাগ মিয়া তাকে উত্ত্যক্ত করত। রবিবার মধ্যরাতে সোহাগ কৌশলে তার ঘরের দরজা খুলে অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, ওই নারীর মেডিকেল করানো হয়েছে। রিপোর্ট আসার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
Last Updated on August 8, 2023 10:11 pm by প্রতি সময়