কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বামীর নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে স্ত্রী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার উপজেলার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের সংসারে তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার এস আই নূরুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং সদরের পশ্চিমপাড়া মর্তুজ আলীর বাড়িতে ভাড়া থাকতেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় কালা মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী সোহেল ও তার স্ত্রী সুমাইয়া আক্তার সোমা।
স্ত্রীকে না জানিয়ে স্বামী সোহেল আবার বিয়ে করে।দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীকে ভরণপোষণ থেকে বঞ্চিত রেখেছে এবং প্রায় সময় বাড়িতে এসে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সোমা আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে স্বামী সোহেল ও ননদ আসমা আক্তার পলাতক রয়েছে।
নিহত সোমা আক্তার সিলেট সদরের চিকরপাড়া এলাকার মৃত আশ্রাফ আলীর মেয়ে।
খবর পেয়ে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশে এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
Last Updated on May 5, 2023 6:23 pm by প্রতি সময়