শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চৌদ্দগ্রামে স্বর্ণ দোকানে ডাকাতি : র‌্যাবের হাতে আটক বরিশালের হাকিম ডাকাত বুড়িচংয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শেষ হলো ছৈয়্যদ হাছান আলী (রহ.) স্মরণে ১৬৮তম ওরছ মাহফিল  ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কাভার্ডভ্যান হেলপারের অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় তিনদিনে ২৫ জন গ্রেফতার দুই লাখ টাকা জরিমানা গুনলো চৌদ্দগ্রামের ‘স্বদেশ ব্রিকস’ কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের তিন নেতা আটক মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৭১ দেখা হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে সিএনজি স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে রোববার দুপুরে হত্যাকারীদের ফাঁসি, দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে সিএনজি ড্রাইভার একতা সমিতি ও স্থানীয় লোকজন।

এ ঘটনায় চাঁদা বন্ধ ও বিচারের দাবীতে আবুল কাশেমের লাশ মর্গে থেকে এনে (২৬ মার্চ) রোববার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

হত্যাকান্ডের ঘটনাটি ঘটে শনিবার দুপর ৩টায় উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর মালিবাড়ি এলাকায়। নিহত আবুল কাশেম (৩৭) মোকাম ইউনিয়নের ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে। এ ঘটনায় রোববার দুপুরে চাঁদা তোলা বন্ধ ও হত্যার বিচার দাবিতে প্রথমে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ পরে নিমসার-কংশনগর বাজার সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী । পরে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন ও উপজেলা প্রশাসন বিক্ষোভ মিছিল ও অবরোধ স্থানে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধের তিন ঘন্টার পর তুলে নেয় স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ইউএনও সাহিদা আক্তার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ ইসমাইল হোসেন, ওসি তদন্ত কবির হোসেন,দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।পরিস্থিতি নিয়ন্ত্রণের পর লাশ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন,মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী।

 

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, জিবির নামে চাঁদাবাজির কারণে প্রতিনিয়ত নানা অঘটন ঘটছে। প্রথমে বড় ভাই আবুল কালামকে পিটিয়ে আহত করা হয়। পরে ছোট ভাই আবুল কাশেমকে পিটিয়ে হত্যা করেছে তারা। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।এ ঘটনার পর নিহত আবুল কাশেমের স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় জাকির হোসেন নামের এক আসামীকে আটক করা হয়েছে।

বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিমসার সিএনজি ড্রাইভার একতা সমিতির সভাপতি আবুল কালামসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন শতাধিক সিএনজি অটোরিকশা চালক।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল)কামরান হোসেন বলেন, সড়কে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে গাড়ি চলাচলের ব্যবস্থা স্বাভাবিক করে দেই।নিহতের ঘটনায় বিষয়ে থানায় মামলা হয়েছে।ন্যায়-বিচার পেতে আমার সহযোগীতা থাকবে এবং হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।

Last Updated on March 26, 2023 10:34 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102