বসতবাড়ি জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে ছোট ভাই ও তার ছেলেদের পিটুনিতে প্রাণ গেলো বড় ভাইয়ের। শনিবার (১২ আগষ্ট) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইসহাক (৫৩)। তিনি বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী আশরাফের ছেলে। এঘটনায় নিহতের ছোট ভাই ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খন্দকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসহাক মিয়ার সাথে তার ভাই ইব্রাহিমের বসতভিটে নিয়ে বেশ দিন ধরেই বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শুক্রবার সকালে ইসহাক মিয়ার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় ইব্রাহিম ও তার ছেলেরা। পরে ইসহাক মিয়া জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ কল করে পুলিশকে জানায়। খবর পেয়ে বুড়িচং থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার ঘটনাস্থলে গিয়ে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ইব্রাহিম ও তার ছেলেরা। শনিবার সকাল ১০টার দিকে ইব্রাহিম ও তার ছেলেরা ইছহাকের ওপর হামলা চালায়। তারা ঘরে ঢুকে ইছাহাক মিয়াকে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইসহাক মিয়ার দুই ছেলে বিদেশে থাকে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বিলাল হোসেন জানান, বসতভিটা ও বাড়ির ছাদ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়। শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় ইসহাক মিয়া নিহত হয়।
বুড়িচং থানার উপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Last Updated on August 12, 2023 10:37 pm by প্রতি সময়