কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাসেল উদ্দিন (৩২)। সে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাটশলা গ্রামের জামশেদ মিয়ার ছেলে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এস আই) চান মিয়া বলেন, দুপুরে ক্যান্টনমেন্ট থেকে দেবিদ্বারের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ১দ রাসেল উদ্দিন।
এ সময় অপর পাশ থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থ হলেই মৃত্যু হয় রাসেলের।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আটকসহ চালক ইকবাল হোসেনকে গ্রেফতার করে।
Last Updated on October 10, 2023 10:05 pm by প্রতি সময়