কুমিল্লার বুড়িচং থানার এক পুলিশ সদস্য ডিউটিরত অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার নাম নীল চাকমা। বুধবার (১৯ জুলাই) রাত ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন জানান, কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত পুলিশ সদস্য নীল চাকমা (৪২) বুধবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের চরানল এলাকায় চেক পোষ্ট বসিয়ে ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সদস্য নীল চাকম রাঙ্গামাটি জেলার কাওখালি উপজেলার কলমপার্টি ইউনিয়নের হাজাছড়ি গ্রামের মৃত মঙ্গল চাকমার ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন।প্রথম মেয়ে দশম শ্রেনিতে ও ২য় মেয়ে পঞ্চম শ্রেনিতে পড়ে। বুধবার রাতেই নীল চাকমার লাশ রাঙ্গামাটি তার নিজ গ্রামে পাঠানো হয়।
Last Updated on July 20, 2023 9:35 pm by প্রতি সময়