আমাদের সমাজে স্বাবলম্বী হওয়ার অনেক গল্প আছে। যা সত্যি। কিন্তু এটাও সত্যি কখনো কখনো মানুষের স্বাবলম্বী হওয়ার গল্প আটকে দেয় বা থামিয়ে এ সমাজেরই দুর্বৃত্তায়ন। এমনি একটি ঘটনা ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা মনিপুর এলাকায়। সেখানে মাছ চাষের ব্যবসা করে স্বাবলম্বী হয়ে উঠছিলেন মধ্যবয়সী মো. রুবেল মিয়া। কিন্তু ধীরে ধীরে তার স্বাবলম্বী হয়ে ওঠার দৃশ্যটা ভাল লাগছিলনা কিছু দুর্বৃত্তের। তারা রাতগভীরে রুবেল মিয়ার আর.এন.টি হ্যাচারিতে বিষ ঢেলে দিয়ে মেরে ফেলেছে নানা প্রজাতের মাছের পোনা।
মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় ওই হ্যাচারির পুকুরে থাকা অন্তত ১৫ লাখ টাকার মাছের পোনা মরে পানিতে ভেসে ওঠে। বুধবার (১৯ জুলাই) ঘটনাটি জানতে পেরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই রাজিব চৌধুরী, ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিনসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হ্যাচারির মালিক রুবেল মিয়া জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ৬০ শতক পুকুর লিজ নিয়ে বিগত ১২ বছর যাবত তিনি হ্যাচারি ব্যবসা করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢালে। এতে তেলাপিয়া, রুই, কাতল, মৃগেলসহ দেশী জাতের বিভিন্ন মাছের পোনা মরে প্রায় পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে। মাছ চাষের এ ব্যবসায় ধারদেনা করে পূঁজি বিনিয়োগ করেছি। স্বাবলম্বি হওয়ার যুদ্ধ করে যাচ্ছি। কিন্তু কিছু মানুষরূপী দুর্বৃত্ত মাছের সঙ্গে যে অমানবিক কাণ্ডটি ঘটিয়ে আমার চরম ক্ষতি করেছে আমি তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করছি।
দেবপুর ফাঁড়ির এসআই রাজিব চৌধুরী জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতের পোনা মাছ মরে পানিতে ভেসে উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Last Updated on July 19, 2023 9:11 pm by প্রতি সময়