কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ফকির বাজার থেকে ফেন্সিডিল ও রাজাপুর নোয়াপাড়া এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজারের (সালদা-কুমিল্লা) পাকা রাস্তা এলাকা হতে ২০বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারীকে আটক করে।
আরেকটি অভিযানে বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফারুক মেম্বারের পুকুরের উত্তর পাশে দক্ষিনগ্রাম-রাজাপুরগামী পাকা রাস্তা থেকে ব্যাটারী চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে।
আটককৃতরা হলো- কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি মধ্যপাড়া গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৩) এবং বুড়িচং উপজেলার ঘিলাতলী আদর্শ গ্রামের নাজিম মিয়ার ছেলে মোঃ সুমন।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।
Last Updated on August 4, 2023 4:04 pm by প্রতি সময়