কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, আশেকে রাসুল (দ:), হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ:)এর ৪৭তম পবিত্র বার্ষিক ওরুছ মাহফিল শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দপুর মাজার শরীফ চত্বরে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া, মাজার জিয়ারত, আখেরী মোনাজাত ও তাবারক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
ওরুছ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমান ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদ্বরী।
সভাপতিত্ব করেন মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
আনন্দপুর পশ্চিম পাড়া সালাম শাহ (রহ:) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ রেজা ও পূর্ণমতি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ গোলাম হাসান আল কাদরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবুল খায়ের গোলজারী ।
আলোচনা করেন,কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম, বুড়িচং উপজেলা গাউছিয়া কমিটির সহ সভাপতি মাওলানা মোঃ তাজুল ইসলাম ভুঁইয়া, বাকশীমূল ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ আল ইমরান, উত্তরগ্রাম আঞ্জুমান হাসানীয়া দরবার শরীফের শাহজাদা মুফতি মাওলানা ছৈয়দ ছাবের আহমেদ, শাহপুর দরবার শরীফের খাদেম মাওলানা মোঃ মুমিনুল ইসলাম, হাফেজ শওকত আহমেদ, শ্রীমন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইমদাদুল হক ফারুকী, মাওলানা মোঃ শাহীনুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ মোশাররফ হোসেন, মোঃ ফজলুর রহমান (সাবেক মেম্বার),খাদেম মোঃ আলী মিয়া এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার মান্যগণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচকগন বলেন,ইসলামে সত্যের মাপকাঠি হযরত সাহাবায়ে কেরামগনের পর ইসলামের প্রকৃত পথ হচ্ছে হযরত আউলিয়ায়ে কেরামগণ।এর বাইরে যত পথ ও মত সবই ভ্রান্ত। সুতরাং কোরআন ও হাদিসের প্রকৃত রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত এর আলোকে জীবন গঠন করতে হলে অলি- আউলিয়াদের অনুসরণ ও অনুকরণ করতে হবে।
Last Updated on June 22, 2023 9:15 pm by প্রতি সময়