মৃগীরোগের এক যুবক বৃষ্টির পানি জমে থাকা একটি ফসলি জমিতে পড়ে মারা গেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকাপুর গ্রামের একটি জমি
স্থানীয়রা ইকবাল হোসেন (৩০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে।
পরে স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বিষয়টি বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে জানালে এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন শিকারপুর গ্রামের তাজ উদ্দিন সরকার বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে। সে নিমসার বাজারে শ্রমিকের কাজ করত। প্রতিদিনের ন্যায় সে বুধবার নিমসার বাজারে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকাল ৬ টায় পাশের বাড়ির লোকজন ইকবাল হোসেনকে জমির পানিতে পড়ে থাকতে দেখে সেখান থেকে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে পুলিশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, ইকবাল ছোট বেলা থেকে মৃগী রোগী ছিল। ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে বৃষ্টির পানি জমে থাকা জমিতে পড়ে মারা যায়।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করি। তবে যতটুকি জানা গেছে নিহত ইকবাল হোসেন একজন মৃগী রোগী ছিলেন। মৃত্যুর প্রকৃত কারন ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে জানা যাবে।
Last Updated on August 31, 2023 7:04 pm by প্রতি সময়