বিএনপির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নে সকাল থেকে পর্যায়ক্রমে দিনব্যাপী পদযাত্রা উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন :
উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লাটিয়ার চর বাজার সংলগ্ন এলাকায় ফিশারীর মাঠে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল,এম বেলায়েত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ খান মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা আমির হোসেন বাদল, ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন মাষ্টার, মনির হোসেন, রাসেল সারওয়ার মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, তোফায়েল আহমেদ রুবেল প্রমুখ। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারেল্লা উত্তর ইউনিয়ন:
ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কংশনগর বাজারে কুমিল্লা-সিলেট মহাসড়কে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউপি বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড। সভা পরিচালনা করেন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাহাদুর মেম্বার ও সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ূম।
বক্তব্য রাখেন বৃহত্তর ভারেল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভলু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহসভাপতি ডা.আবুল হোসেন, রুহুল আমিন, মোঃ মাহাবুব আলম, প্রবাসী কল্যান সম্পাদক মোঃ মহিউদ্দিন, আলী হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা কাউসার, সফিউল বাশার, কামাল প্রমুখ।
ময়নামতি ইউনিয়ন ১:
জেলা বিএনপির সদস্য বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ জামাল খন্দকারের নেতৃত্বে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতিতে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফা মিয়া। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মোঃ জামাল খন্দকার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বিএনপি নেতা এম আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক সফিউল আলম রিপন, বিএনপি নেতা সৈয়দ তোতা মিয়া, সফিকুল ইসলাম, দানিউল ইসলাম, আনোয়ার হোসেন, জাকির হোসেন প্রমুখ।
ময়নামতি ইউনিয়ন ২:
ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পদযাত্রা উপলক্ষে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাফিজ সাংবাদিক, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা ঠিকাদার, যুগ্ম সম্পাদক আবেদ হোসেন বাদল, মোক্তার হোসেন, বশির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
Last Updated on February 11, 2023 9:29 pm by প্রতি সময়