কুমিল্লার বুড়িচং উপজেলায় টার্সফোর্সের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে অস্ত্র মাদক ও চোরাকারবারিরা পালিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার তদন্ত ওসি মোঃ কবির হোসেন।
ওসি জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া গ্রামে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিক হাসান উল্ল্যাহ ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ওই গ্রামের এছাক মিয়ার বাড়িতে অস্ত্র-মাদক এবং চোরাকারবারীরা অবস্থান করছে এমন খবর পেয়ে টার্সফোর্স সদস্যরা ইসহাক মিয়ার ঘরে অভিযান চালায়। পরে ওই ঘর থেকে একটি ৭.৬৫ এম এম বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং পুলিশের পোশাক উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৬০ বিজিবির আওতাধীন বুড়িচংয়ের খারেরা ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ মোরশেদুর রহমান বাদী হয়ে পলাতক ইসহাক মিয়াকে আসামী করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।
Last Updated on May 9, 2023 11:30 pm by প্রতি সময়