কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদে তারাবির নামাজের সময় ইমামের আলোচনাকে কেন্দ্র করে রোববার দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।
জানা যায়, ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পূর্বপাড়া মুনাফ মিয়া পরিবারের সাথে একই এলাকার ও মসজিদের ইমাম মাওলানা ফেরদৌসের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে।খাড়াতাইয়া পূর্বপাড়া বায়তুল জামে মসজিদে পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ পড়ানো জন্য দায়িত্ব পায় বুড়িচং মডেল স্কুলের শিক্ষক মাওলানা মোঃ ফেরদৌস।
আব্দুল মুনাফ মিয়ার পরিবারের অভিযোগ রোববার ওই মসজিদে তারাবির নামাজের আগ মূহুর্তে পারিবারিক দ্বন্দ্ব জের নিয়ে আলোচনা করে ইমাম মোঃ ফেরদৌস। ইমামের এমন আলোচনা শুনে প্রতিবাদ করেন আব্দুল মুনাফের ছেলে রনি,জনি, কাফি সহ আরো কয়েকজন মুসল্লি। তখন মসজিদের ভিতরে মুসল্লিদের উত্তেজনা পরিবেশ সৃষ্টি হলে প্রতিবাদকারী ব্যক্তিরা বাড়িতে চলে যায়।
নামাজ শেষে ওই রাতে ইমাম ফেরদৌসের লোকজন লাঠিসোঁটা নিয়ে মুনাফের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় উভয় পক্ষের ৯-১০জন গুরুতর ভাবে আহত হয়।
এ বিষয়ে ষোলনল ইউনিয়নের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন বলেন,আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি।ঘটনার সত্যতা জেনে মিমাংসার জন্য উভয়ের সাথে বৈঠকে বসবো।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Last Updated on March 28, 2023 6:04 pm by প্রতি সময়