কুমিল্লার বুড়িচংয়ে এক মাদকাসক্ত যুবকের হাতে রাজমিস্ত্রী খুন হয়েছেন। সোমবার ( ১৭ জুলাই) রাত সাড়ে দশটার দিকে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর রায়পুর এলাকায় একটি বিস্কুট কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কামাল হোসেন (৩২)। তিনি একই উপজেলার বাজেবাহেরচর কাঁঠালিয়া এলাকার আবদুল মজিদ বেগের ছেলে। নিহতের এক কন্যা ও এক পুত্র সন্তার রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতককে গ্রেফতারে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে বাজেবাহেরচর রায়পুর এলাকায় একটি বিস্কুট কারখানার সামনে ওই যুবককে স্থানীয় সাবেক ইউপি মেম্বার শিপনের ছেলে তুষার উপর্যপুরি ছুরিকাঘাত করার সময় লোকজন এ দৃশ্য দেখে চিৎকার দিলে সে পালিয়ে যায়। গুরুতর আহতন যুবক কামাল হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবক আর বেঁচে নেই বলে জানান।
এদিকে মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে নিহতের পরিবার ও এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করেছেন। এসময় নিহত কামালের পরিবার জানায়, সাবেক মেম্বার শিপনের ছেলে তুষার মাদকাসক্ত। এর আগেও সে কামালকে তার ঘরে গিয়ে মারধর করেছে। নিহতের পরিবার ঘাতক তুষারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Last Updated on July 18, 2023 8:11 pm by প্রতি সময়