বেকার যুব ও যুব নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতভুক্ত পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক সাতদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম সরকার।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধুরী ও কোর্স সমন্বয়কারী ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মজিবুর রহমান।
সাতদিন ব্যাপী কোর্সে প্রশিক্ষণ দেন বুড়িচং উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. গোলাম মোস্তফা। প্রশিক্ষক নাসরিন আক্তারের সহযোগীতায় প্রশিক্ষণে ৩০জন যুব ও যুবনারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের মাঝে সম্মানীভাতা প্রদান করা হয়।
Last Updated on November 26, 2023 7:06 pm by প্রতি সময়