কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর উত্তর বাজার-আজ্ঞাপুর সীমান্তে বেপরোয়াগতির একটি ট্রাকের চাপায় ফেরদাউস (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সলদা সড়কে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ফেরদাউস বাকশীমূল দক্ষিণ পাড়ার এতিমখানা ও ঈদগাহের পাশে বাড়ির ওয়াহেদ মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-সালদা সড়কে কুমিল্লাগামী বেপরোয়া গতির একটি ট্রাক অজ্ঞাপুর-কালিপুর মাঝামাঝি আসার পর ওই সড়কে মোটরসাইকেল আরোহী ফেরদাউসকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় সাংবাদিক জাবির জানান, আহত যুবক ফেরদাউসকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফেরদাউসের বাবা দীর্ঘদিন ধরে জটিল অসুখে ভুগছেন। ফেরদাউস পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। বেপরোয়া ট্রাকের গতি একটি পরিবারের চলারগতিই থামিয়ে দিল।
এদিকে ঘটনার পর পরই স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দেয়। বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার বলেন, এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Last Updated on February 27, 2024 7:57 pm by প্রতি সময়