দৈনিক মানবকণ্ঠ ও দ্য ডেইলি ট্রাইবুন্যাল পত্রিকার বুড়িচং প্রতিনিধি, অনলাইন পোর্টাল তালাশ বাংলার সম্পাদক এবং বুড়িচং প্রেস ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়ের ঘরে প্রবেশ করে তাকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের বসুন্ধরা চত্বরে বুড়িচং প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা ও বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাংবাদিক সংস্থার উপজেলা সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মোসলেহ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বুড়িচং প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সাফি, মোঃ তাজুল ইসলাম, তালাশ বাংলা প্রতিনিধি নূরুন্নবী , জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা কমিটির সদস্য মোবারক হোসেন, তোফায়েল আহমেদ, মোঃ শওকত উদ্দিন সহ আরো অনেকে।
এসময় বক্তারা সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়কে বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হুমকিদাতা সালাউদ্দিন ও কাউছারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
Last Updated on July 4, 2023 11:05 pm by প্রতি সময়