কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের ধাওয়ায় জাকির হোসেন (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। রোববার রাতে জেলার বুড়িচং উপজেলার মোকাম গ্রামে এ ঘটনা ঘটে।
বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনের পরিবারের দাবি, রোববার ভোর রাত ৪টার দিকে একদল পুলিশ তার বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তাকে ধরতে ধাওয়া করে। এরপর আর না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিল জাকিরকে পুলিশ ধরে নিয়ে গেছে।
সোমবার সকালে বাড়ির অদূরে জাকিরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেন। এরপর তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে। রোববার রাতে পুলিশ জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়।তিনি দাবি করেন, জাকিরের দুই হাতে হাতকড়া পরানোর চিহ্ন রয়েছে। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হতে পারে।
জাকিরের বড় ভাই আবদুল করিম জানান, তার ভাইয়ের বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, পুলিশ জাকিরকে আটক করতে যায়নি। অন্যজনকে আটক করতে গিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।জাকিরকে আটক করলে সে থানাতেই থাকতো।
শুনেছি জাকির স্ট্রোকের রোগী ছিল। এর আগে সে দুইবার স্ট্রোক করেছিল।
Last Updated on October 30, 2023 7:43 pm by প্রতি সময়