দেশের ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন এবং ১২টি জেলার সব উপজেলাসহ মোট ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনটি উপজেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন জানান, ভূমি ও গৃহহীন ২২ পরিবারের মাঝে দলিল সহ আশ্রয়ন প্রকল্পের গৃহ হস্তান্তর করা হয়েছে। এ পর্যস্ত ১৯৩ পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে।
বুড়িচংয়ে ভূমি ও গৃহহীনদের মাঝে দলিলসহ গৃহ হস্তান্তর করেন কুমিল্লা-৫ আসনের এমপি বীর মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট আবুল হাসান খান ও কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিশ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও বুড়িচং উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মীঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈনুল মোর্শেদ মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডিজি এম মোঃ হাফিজুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এম হাবিবুর রহমান প্রমুখ
Last Updated on August 9, 2023 11:34 pm by প্রতি সময়