কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের বার্ষিক উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এবারের মোকাম ইউনিয়ন পরিষদের বাজেট ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ, ৮৩ হাজার ৫৬০ টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ ৩২% গ্রামীন যোগাযোগ খাতে বরাদ্ধ রাখা হয়েছে।
এছাড়াও বাজেটে কৃষি ও সেচ খাতে ধরা হয়েছে ১৫%, শিক্ষা খাতে ১৫%, স্বাস্থ্য খাতে ১৫%, মানব সম্পদ উন্নয়ন খাতে ১০%, আর্থিক ও সাহায্য খাতে ৫% এবং অন্যান্য খাতে ৮% বাজেট দেখানো হয়েছে।
বৃহস্পতিবার বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণার আনুষ্ঠানিকতা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলীর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মো: লিয়াকত আলী।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবুল কাসেম, সাবেক ইউপি সদস্য মো: লোকমান হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ রবিউল হাসান, মো: মজিবুর রহমান, জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: শাহ আলম ভূইয়া, মো: অহিদুর রহমান, মো: জাকির হোসেন সাংবাদিক, শাহ আলম, মো: আবাদ মিয়া, নুরুল ইসলাম, কাউসার আহমেদ, জসিম উদ্দিন, মহিলা সদস্য শিল্পী আক্তার, রোমানা শেলী।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
Last Updated on May 25, 2023 9:06 pm by প্রতি সময়