কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের ৭,৮,ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার (সদস্য) সাহিদা আক্তার (৪০) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলিইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়ে সহ গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৪ মে) উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইর পশ্চিম জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ, বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সি, ইউপি সচিব মো: লিয়াকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, মোকাম ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবুল কাসেম, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, অহিদুর রহমান, আবাদ মিয়া, শাহ আলম ভূইয়া, জসিম উদ্দিন, শাহ আলম, মোঃ নুরুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ কাউসার আহমেদ, প্রমুখ।
Last Updated on May 24, 2023 7:12 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...