‘শোকের মাসে, প্রতিবন্ধীদের পাশে’ এ স্লোগানকে ধারন করে রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির সদস্যরা রবিবার (২৭ আগস্ট) কুমিল্লা সদর উপজেলার ধর্মসাগরের উত্তর পাড় কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে সার্ভিস প্রজেক্ট হিসাবে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে।
রোটার্যাক্টর ক্লাব অব ময়নামতির সভাপতি রোটার্যাক্টর মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, ডিষ্ট্রিক সেক্রেটারী রোটার্যাক্টর আশরাফুল ইসলাম জিকু, ডিষ্ট্রিক এডিশনাল চীফ ট্রেইনার রোটার্যাক্টর মোঃ মোফাজ্লল হোসেন রনি, চীফ এইড টু ডিআরআর রোটার্যাক্টর মাসুমুল বারী কাউছার, ডেপুটি ডিষ্ট্রিক রিপ্রেজেন্টিটিভ রোটার্যাক্টর পিন্টু চন্দ্র সরকার, ডেপুটি ডিষ্ট্রিক কোর্ডিনেটর রোটার্যাক্টর আব্দুস সালাম সামী, ডিষ্ট্রিক কোর্ডিনেটর রোটার্যাক্টর সাদেক, রোটার্যাক্টর ক্লাব ময়নামতির সভাপতি মো. নাজমুল হুদা, সচিব রোটার্যাক্টর হাসান তারেক মাহমুদ, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর ইসতিয়াক মাহমুদ তাহসিন, ফিন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টরর রোটার্যাক্ট সিয়াম, রোটার্যাক্টও নাছনির আক্তার , রোটার্যাক্টর আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রোটার্যাক্টর ক্লাব অব ময়নামতির সভাপতি রোটার্যাক্টর মোঃ নাজমুল হুদা তার বক্তব্যে বলেন- রোটার্যাক্টের বেশিরভাগ কার্যক্রমগুলি ক্লাব পর্যায়ে পরিচালিত হয়। ক্লাব সদস্যদের সেবামূলক প্রকল্পের কাজ, সামাজিক ইভেন্ট, অথবা পেশাদারী বা নেতৃত্বের উন্নয়ন বিষযয়ক কর্মশালার আয়োজনের দিনগুলোতে ক্লাবের সদস্যরা একসঙ্গে একত্রিত হওয়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এরি ধারাবাহিকতায় রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতি জাতীয় শোক দিবস উপলক্ষে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।
অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির সভাপতি রোটার্যাক্ট মোঃ নাজমুল হুদা বুদ্ধি প্রতিবন্ধী ও অনিষ্টিক বিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতি পক্ষ হতে একটি ব্ল্যাকবোর্ড দেওয়ার ঘোষণা দেন।
Last Updated on August 27, 2023 11:53 pm by প্রতি সময়