#ছবি সংগৃহিত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর অবৈধ দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে।উচ্ছেদাভিযানে অবৈধ ওইসব দোকানের ব্যবসায়িরা প্রথমে বাধা দেয় এবং ইপাটকেল ছুড়ে।কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।পরে দুপুর ২টা থেকে উচ্ছেদাভিযান শুরু হয়।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে ফুলবাড়িয়া সুপার মার্কেটে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপা। তাদের সঙ্গে চার প্লাটুন পুলিশ ও ৫০ জন শ্রমিক এবং দুটি বুলডোজার ছিল।কিন্তু অভিযান শুরুর আগেই উচ্ছেদে বাধা দেন এবং বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই মার্কেটের উত্তর পাশ থেকে তিন শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কেটটিতে অভিযান চলে। ডিএসসিসি মালিকানাধীন এই মার্কেটে নকশাবহির্ভূত ৯১১টি দোকান রয়েছে।
ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেয়ার পর এই বিপণি-বিতানের নকশাবহির্ভূত দোকান এবং এর সার্বিক পরিস্থিতি জানতে একটি কমিটি গঠন করেন। করপোরেশনের প্রধান প্রকৌশলীকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি বিপণি-বিতানে নকশাবহির্ভূত ৯১১টি দোকান চিহ্নিত করে এবং সেগুলো উচ্ছেদের সুপারিশ করে।
ডিএসসিসি মেয়র তাপস গণমাধ্যমকে বলেন, ‘নকশাবহির্ভূত দোকান বৈধতা দেওয়ার সুযোগ নেই। আজ ফুলবাড়িয়া মার্কেট দিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। একে একে ডিএসসিসির অন্যান্য মার্কেট থেকেও নকশাবহির্ভূত দোকান অপসারণ করা হবে।’
(জাগো নিউজ ২৪ অবলম্বনে)
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 8, 2020 8:42 pm by প্রতি সময়