কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামে আদালতের নির্দেশনা অমান্য করে বাড়ি-ঘর ভাংচুর ও গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ভূক্তভোগী গিয়াস উদ্দিন ভূইয়া বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের মোঃ গিয়াস উদ্দিন ভূইয়ার সাথে জাগয়া নিয়ে একই এলাকার আতাউর রহমান, মোঃ সাকিব, গোলাম মোস্তাফা ও মোঃ রাকিবের বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ন জায়গাটি নিয়ে আদালতে মামলা হলে আদালত গিয়াস উদ্দিনের পক্ষে রায় দেন। এরপর থেকে গিয়াস উদ্দিন জায়গাটি ভোগদখল করে আসছিলেন।
গিয়াস উদ্দিন পরিবার নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করেন। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন ওই জায়গার গাছ কেটে ফেলে। এ বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানায় গিয়াস উদ্দিন। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে সোমবার (২২ আগষ্ট) রাতে গিয়াস উদ্দিনের জায়গায় প্রবেশ করে একটি টিনসেট ঘর ভেঙ্গে ফেলে ও ঘরের আশেপাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে গিয়াস উদ্দিন খবর পেয়ে বাড়ীতে গিয়ে ভাঙ্গা ঘর ও কাটা গাছ দেখতে পান। এ ঘটনায় গিয়াস উদ্দিন বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দেবপুর ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায় অভিযোগের বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Last Updated on August 23, 2022 8:52 pm by প্রতি সময়