কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে জোবেদা খাতুন কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার।
পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন জাহের সভাপতিত্ব বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল হাশেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খাঁন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল করিম, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুলতান আহমেদ মুন্সি, জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ভূইয়া, ভূমি কর্মকর্তা মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আমির হোসেন, যুবলীগ নেতা ইকবাল হোসেন, শেফাউল করিম, বাহালুল ইসলাম জহির, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা আবু হাসান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 16, 2021 7:11 pm by প্রতি সময়