কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগের ঘটনায় প্রতিপক্ষের হামলায় আব্দুল্লাহ আল-মামুন নামের এক আ.লীগ নেতার বাড়ি, স্থানীয় যুবলীগের অফিস ভাঙচুর করা হয়েছে। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহকামালের অভিযোগ তিনিও আব্দুল্লাহ আল-মামুনের লোকজনের হামলার শিকার হয়েছেন।
স্থানীয় আ.লীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, প্রায় ১ বছর আগে ভারেল্লা এলাকার আরিফ নামের এক যুবক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ষ্ট্যাটাস দিলে তিনি বিষয়টি থানায় লিখিত আকারে অভিযোগ করেন। এসময় পুলিশ আরিফকে ডেকে পাঠালে সে থানায় লিখিত মুচলেকা দিয়ে আসে।
গত বুধবার (৩ মার্চ) রাত অনুমান পৌনে ১২টার দিকে আবদুললাহ আল মামুনের পৈত্রিক বাড়ি বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের ভারেল্লা বাজার সংলগ্ন গ্রামের বাড়িতে আরিফের নেতৃত্বে ২০/২৫ জন যুবক হামলা চালায়। এসময় বাড়ির সামনে থাকা স্থানীয় যুবলীগের অফিসসহ ঘরের দরজা ভেঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননাসহ দরজা,জানালা,আসবাবপত্র ও পাশে থাকা তার মালিকানাধীন একটি বেকারীতেও ভাঙচুর চালায়। এঘটনায় ময়নাল, শরীফ, ফুল মিয়া আহত হয়। এব্যাপারে আব্দুল্লাহ আল-মামুন মামলা দায়েরের প্রস্তুতির কথা জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহকামাল জানান, ‘আমি স্থানীয় খালপাড়ে একটি ক্রিকেট খেলায় গিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলার আশঙ্কায় কিছু লোকজন আমাকে এগিয়ে দিতে আসলে মামুনের লোকজন হামলা করে। পরে আমার লোকজন আমাকে নিরাপদে সরিয়ে নেয়। বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, চেয়ারম্যান শাহকামাল ও আ.লীগ নেতা মামুনের পক্ষের লোকজনদের মাঝে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ৯ রাউন্ড ফাঁকাগুলি করে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on March 5, 2021 7:57 am by প্রতি সময়