
কুমিল্লার বুড়িচংয়ে অতিরিক্ত মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বুড়িচংয়ের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আলআমিন(২৭)। সে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনের একাধিক বস্তা বোঝাই করে ব্যাটারিচালিত অটোরিকশাটি বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় এসে খাদে পড়ে যায়। এতে চালক আলামিন ওই অটোরিকশাটির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, অতিরিক্ত মালামাল থাকার কারণে ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। অতিরিক্ত মাল বোঝাই অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে সাহেবাবাদ এলাকার কবরস্থানে দাফন করা হয়।