করোনায় বিপর্যস্ত মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো। এসব পরিবারগুলো সরকারি ও বেসরকারি উদ্যোগে করোনাকালীন সহায়তা পাচ্ছে। তারপরও এসব মানুষের আয় রোজগার লকডাউন বা কঠোর বিধিনিষেধে থমকে যায়। কঠিন এই সময়ে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে শুরু থেকেই নানারকম সহায়তা দিয়ে আসছে কুমিল্লার বুড়িচংয়ে ‘আলোকিত যুব উন্নয়ন সংস্থা’।
সোমবার (১৯ জুলাই) কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুরে সংগঠনের কার্যালয়ে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, চাউল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, লবন, সাবান ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম ঠিকাদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ বুড়িচং উপজেলা শাখার সহসভাপতি সমাজসেবক আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার।
সভাপতিত্ব করেন আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি লেখক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোঃ ফজলুর রহমান, সংস্থার পরিচালক আইরিন আক্তার ইতি, মোঃ মহসিন আলী, সেলিনা আক্তার, মোঃ জসিম উদ্দিন, মোঃ রবিউল আলম, মোঃ জুনাইদ ইসলাম আসিফ, আয়েশা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা ও সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনন্দপুর হযরত সালাম শাহ রহঃ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইউছুফ রেজা।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 19, 2021 8:56 pm by প্রতি সময়