শ্বশুরবাড়ির লোকদের অপমান সইতে না পেরে ইয়াসিন আহমেদ জনি (২৮) ও মানসিক দুশ্চিন্তায় পড়ে মামুন (৩০) নামে এক মাদকাসক্ত যুবক আত্মহত্যা করেছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে ও একই উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় ওই দুইটি আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার দুইটি ঘটনায় বুড়িচং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, ঝগড়া ও অভিমান করে ছোট দুই সন্তান নিয়ে পিত্রালয়ে চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে শনিবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মনখাড়া গ্রামের শ্বশুর বাড়িতে যায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের ইয়াসিন আহমেদ জনি। এসময় তাকে শ্বশুর ও বাড়ির লোকজন অপমান করে তার সাথে থাকা মোবাইল ফোনটি রেখে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এঘটনার অপমান সইতে না পেরে নিজের বাড়িতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জনি। সে পেশায় রাজমিস্ত্রি ছিল।
এদিকে একই উপজেলার মোকাম ইউনিয়নের কোরাপাই এলাকায় মামুন নামের এক মাদকাসক্ত যুবক বিষপানে আত্মহত্যা করে। রবিবার (১৮ অক্টোবর) সকালে তাকে ডাকতে গিয়ে তার মা কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে এসে মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও ভিডিও নিউজ এবং অনুসন্ধানী প্রতিবেদন দেখতে protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 18, 2020 8:09 pm by প্রতি সময়