কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামের একটি বসত ঘর থেকে শনিবার (১৪ আগস্ট) সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম আসমা আক্তার (২২)। তিনি ওই গ্রামের মো. ইমনের স্ত্রী। বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মেয়ে আসমা আক্তার। বিগত প্রায় ৪ বছর পূর্বে প্রেম করে একই উপজেলার পাশ্ববর্তী ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামের ইমনের সাথে তার বিয়ে হয়।
বেশ কিছুদিন ধরে ইমন-আসমা দম্পতির মধ্যে বিরোধ চলে আসছিল। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টায় স্বামী ইমনের ঘুম ভাঙ্গলে সে পাশের ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেচানো অবস্থায় স্ত্রীর লাশ দেখতে পান।
পরে বিষয়টি বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে জানালে শনিবার সকাল সাড়ে ৮ টায় এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এতবারপুর গ্রামে ইমনের বাড়িতে গিয়ে তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 14, 2021 7:49 pm by প্রতি সময়