শাশুড়ী বানু বিবি ও স্ত্রী ফারজানা আক্তারকে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ঘাতক লোকমান হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও এলাকায় নিজ ঘরে মঙ্গলবার বিকেলে এ জোড়া খুনের ঘটনা ঘটনায় লোকমান হোসেন।
হত্যার ঘটনায় লোকমানকে আসামী করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেছেন নৃশংস খুনের শিকার ফারজানার ভাই মেহেদী হাসান।
এদিকে বুধবার (১০ ফেব্রুয়ারি) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক লোকমান। বুধবার সকালে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২ নং আমলী আদালতে হাজির করলে আদালতের বিচারক মিথিলা জাহান মিতার নিকট হত্যার কথা স্বীকার করেন ঘাতক লোকমান। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে আদালত।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পিপি এম জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে আসামী লোকমান।
এদিকে নিহত মা মেয়ের ময়নাতদন্ত শেষে বুধবার বাদ আসর আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বল্লপপুর গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) বিকেলে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে শাশুড়ী ও স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে লোকমান হোসেন। হত্যার পর মসজিদে নামাজ শেষে ঘরের দরজায় বসা ছিলো লোকমান। লোকমান পেশায় রিকশা চালক।
ঘাতক লোকমান ও নিহত ফারজানার সংসারে ৯ মাসের একটি ছেলে ও ৫ বছরের একটি মেয়ে রয়েছে। তাদের মায়ের মৃত্যু ও বাবা জেলে থাকায় দুটি শিশু এখন চাচা দেলোয়ার হোসেনের হেফাজতে রয়েছে।
Last Updated on February 10, 2021 10:25 pm by প্রতি সময়