কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার পূর্নমতি এলাকায় দুইটি সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।
নিহত ব্যাক্তির নাম মোঃ ছিদ্দিকুর রহমান (৪২)।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার চৌবপুর গ্রামের মোঃ নূরুল ইসলামের ছেলে।
কুমিল্লার বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ বাদল মিয়া জানান, বৃহস্পতিবার (৩ জুন) দুপুর দেড়টায় দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে চালানো কারনে সিএনজিচালিত অটোরিকসা দুইটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। আহত ৫জনের মধ্যে এক যাত্রীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 3, 2021 5:43 pm by প্রতি সময়