মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন । ছবি সংগৃহিত #
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেনস মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। এর আগে ৩৩তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন।
রবিবার (১১ অক্টোবর ২০২০) সকালে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনকে ফুল দিয়ে বরণ করে নেন ।
পরে একই দিন বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 11, 2020 2:25 pm by প্রতি সময়