পল্লী বিদ্যুতের তার বিভিন্ন গাছের ডালাপালা থেকে নিরাপদ রাখতে শ্রমিক নিয়ে তা কাটতে বের হয় কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২ বুড়িচং জোনাল অফিসের লাইনম্যানরা। এরমধ্যে গতকাল রবিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের উদার গাজীর বাড়ির গাছের ডালপালা কাটতে গিয়ে দুই নারীর সাথে তর্কে জড়িয়ে পড়ে লাইনম্যান সাইফুল।একপর্যায়ে লাইনম্যান সাইফুল ও গাছকাটার শ্রমিকরা ওই বাড়ির দুই নারীসহ তিনজনকে কুপিয়ে আহত করে।
আহতরা হলেন- সাদকপুর গ্রামের উদার গাজীর বাড়ির আবদুল মোমিন, তার মেয়ে শাহিন সুলতানা ও পুত্রবধূ শিউলি আক্তার। এঘটনায় আহত আবদুল মোমিন বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা যায়, কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর বুড়িচং জোনাল অফিসের লাইনম্যান মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জন লোক ১৪ মার্চ দুপুরে সাদকপুর গ্রামের আঃ মোমিনের বাড়িতে গাছের ডাল কাটার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। এ সময় মোমিনের মেয়ে শাহিন সুলতানা ও পুত্রবধু শিউলী আক্তার গোসলখানায় ছিলেন। তখন তাদেরকে এমুহুর্তে গাছে উঠে ডালপালা না কাটার জন্য বললে লাইনম্যান সাইফুল শাহিন সুলতানা ও শিউলী আক্তারের সাথে বাকবিতন্ডায় জেিয় পড়ে। এক পর্যায়ে সাইফুল তার সাথে থাকা লোকজন হাতে থাকা দা দিয়ে কুপিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে শাহিন সুলাতানা, শিউলী আক্তার ও আবদুল মোমিনকে আহত করে।
এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এলে লাইনম্যান সাইফুল ও তার লোকজন পালিয়ে যায়। পরে আহতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হকের নির্দেশে এস আই বিনোদ কুমার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন।
জানতে চাইলে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২ বুড়িচং জোনাল অফিসের ডিজিএম মোঃ হাফিজুর রহমান বলেন, ‘আমাদের লাইনম্যান সাইফুলের সাথে স্থানীয়রা খারাপ ব্যবহার করায় গাছ কাটার শ্রমিকরা বিষয়টি জানতে পেরে পরবর্তীতে জড়ো হয়ে হামলা করেছে বলে শুনেছি।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on March 15, 2021 9:16 pm by প্রতি সময়