কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর রুফিয়া ফিলিং স্টেশনের পাশের একটি বাড়ী থেকে গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। ওই বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছটি রোপন করে মূলত গাঁজার চাষ করে আসছিল এক কবিরাজের ছেলে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে দেবপুর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা গাঁজা গাছটি জব্দ করে।
দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আলম মামুন জানান, স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে দেবপুর রুফিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশে শরিফপুর গ্রামের সাবান কবিরাজের ছেলে মোঃ ফারুক মিয়ার (৪০) বাড়ীতে অভিযান চালাই।
অভিযানে ফারুক মিয়ার ঘরের সামনে লাগানো প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি গাঁজা গাছ পাওয়া যায়। এসময় ঘরের মধ্যে কাউকে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ী মালিক ফারুক মিয়া পালিয়ে গেছে। গাঁজা গাছটি ভূমি থেকে তুলে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় বুড়িচং থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ও পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 24, 2021 10:26 pm by প্রতি সময়